সাবেক তিন রাষ্ট্রপতির জন্মদিন পহেলা ফেব্রুয়ারি

ডেস্ক: বাংলাদেশের সাবেক তিন রাষ্ট্রপতির জন্মদিন ১ লা ফেব্রুয়ারি।

ইতিহাস ঘেটে জানা যায় ১৯৩০ সালের ১ লা ফেব্রুয়ারি জন্মগ্রহন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবং যিনি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান । তিনি ব্রিটিশ ভারতের কুচবিহারে জন্মগ্রহন করেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ১৯৮৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

১৯৩০ সালের পহেলা ফেব্রুয়ারি জন্মগ্রহন করেন আরেকজন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ। তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ১৯৯০ থেকে ১৯৯১ এবং স্থায়ী হিসেবে ১৯৯৬ সালের ২৩ জুলাই থেকে ২০০১ সালের ১৪ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পেমই গ্রামে জন্মগ্রহন করেন।

১৯৩১ সালের পহেলা ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ জেলার নওগাঁও গ্রামে জন্মগ্রহন করেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ। ২০০২ সাল থেকে তিনি ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন।