শার্শা উপজেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার

জাকির হোসেন, (শার্শা) যশোর : সোমবার (২৮-০১-১৯) শার্শা উপজেলা মাদক নির্মুল কমিটির উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মদকের ভয়াবহতা সকলের সামনে তুলে ধরার জন্য সমাবেশের আয়োজন করা হয়। “মাদক কে না বলুন” এ শ্লোগানকে সামনে রেখে সোমবার বিকালে বেনাপোল বাজারে এ মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদক নির্মূল কমিটির আহবায়ক ও শার্শা  উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শার্শা আসনের  সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা পুলিশ সুপার মঈনুল হক, প্রশাসক আব্দুল আওয়াল, লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার, অধিনায়ক ২১ বিজিবি খুলনা, লে. কর্ণেল আরিফুল হক অধিনায়ক ৪৯ বিজিবি যশোর, ছুরত আলম অতিরিক্ত পুলিশ সুপার র‌্যাব -৬ যশোর, শার্শা উপজেলা নির্বাহী অফিসার কুমার মন্ডল । বেনাপোল পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মাসুদ করিম, শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান প্রমুখ।


এ সময় প্রধান অতিথি মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, যে কোন মূল্যে আমার নির্বাচনী এলাকা শার্শা ও বেনাপোল কে  মাদক মুক্ত করবো। তিনি প্রশাসনের উদ্দ্যেশ্য বলেন, মাদকের বিষয়ে কোন ছাড় নাই। উপজেলায় সমস্ত মাদক চোরাচালানীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির নির্দেশ দেন। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, নাভারন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সালেহ আহমেদ মিন্টু, জেলা পরিষদ সদস্য ওহিদুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিনসহ আরো অনেকে।