মোঃ শফিকুর রহমান, বান্দরবান : বান্দরবানের বেসরকারি সংগঠন সিসিডিবির সহযোগিতায় ক্যাফ এর আয়োজনের ৫ দিন ব্যাপী মৌ চাষীদের প্রশিক্ষণ শেষ হয়েছে আজ। প্রশিক্ষণে অংশ নেন, বান্দরবান সদর উপজেলার ৪ টি পাড়ার ২২ জন প্রশিক্ষণার্থী । বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও মধু চাষের উপকরণ বিতরণ করেন। তিনি তার বক্তব্যে বলেন, পাহাড়ে মৌ চাষ সম্ভব।
মৌ চাষ বিষয়ক পরামর্শ মূলক বক্তব্য তুলে ধরে বলেন মৌ চাষ করে পরিবারে আয়বৃদ্ধি করতে পারেন। মানুষের মাঝে দিন দিন মধুর চাহিদা বেড়েই চলছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিসিডিবির এলাকা ব্যবস্থাপক মি: সুদীপন খীসা, প্রশিক্ষক মো: আলী আহম্মেদ প্রমূখ।