মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিল এবং দিল্লিতে মুসলমানদের ওপর সহিংসতার প্রতিবাদে ঢাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে।
জুমার নামাজের পর সমমনা ইসলামী দলসমূহ জাতীয় মসজিদ বায়তুল মোকারমের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল থেকে ইসলামী সমমনা দলের নেতারা বলেন, কোনও অবস্থাতেই মোদীকে বাংলাদেশে আসতে দেওয়া যাবে না। তারা জানান, তারা ভারতের বিপক্ষে নয়, তবে মোদীর বিপক্ষে।
এসময় আগামী ১২ মার্চ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছে তারা। এদিন ঢাকায় যাত্রাবাড়ী থেকে গাবতলী এবং সদরঘাট থেকে টঙ্গি পর্যন্ত মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়। মাওলানা নূর হোসাইন কাসেমীর নেতৃত্বে ৪৮টি সমমনা ইসলামী দলসমূহের নেতারা এ কর্মসূচিতে অংশ নেন।
বিনোদন: এই বিভাগের সুপারহিট
- পর্ন ইন্ডাস্ট্রিতে নিজের রোজাগার, জানালেন মিয়া খলিফা
- বিয়ের ভাবনা এবং ছেলের বলিউডে অভিনয়! যা বললেন মালাইকা আরোরা
- খোলা পোশাকে আমির কন্যা ইরা খান
- বিপাকে স্বরা ভাস্কর