সুমন বিশ্বাস, চাঁদপুর: জেলার শাহরাস্তি উপজেলায় শ্রী শ্রী মেহার কালিবাড়িতে পৌষ সংক্রান্তি ও ঠাকুর সর্ব্বানন্দের আর্বিভাব উপলক্ষে মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে কালি পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
ভোর থেকেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার, হাজার সনাতন ভক্তরা এই মহাতীর্থস্থানে এসে ভীড় জমায়। প্রদীপ জ্বালিয়ে, পুস্প ছিটিয়ে কালী মায়ের পূজায় আনন্দে মেতে উঠে। মেলায় পিঠা, সন্দেশ, খেলনাসামগ্রী সহ নানা দোকানের পসরা দেখা যায়। বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাষ্টের চাঁদপুর, কুমিল্লা, ফেনীর দায়িত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নির্মল পাল মেলা ও মহাতীর্থস্থানটি পরির্দশন করেন। মেলা এসে কুমিল্লা জেলা শহরের বাসিন্দা পুস্প রানী ঘোষ ও অপূর্ব চন্দ্র ঘোষ শ্রী শ্রী মেহারেশ্বরী কালিবাড়ীর মাতৃআগ্গিনার উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। দূর দুরান্ত থেকে আসা আগত ভক্তরা মায়ের বাড়ির অভূতপূর্ব সৌন্দর্যময় উন্নয়নের অগ্রযাত্রা দেখে বর্তমান কমিটিকে ধন্যবাদ জানান ও অর্থ অনুদান করেন।