চৌদ্দগ্রাম (কুমিল্লা): কুমিল্লার চৌদ্দগ্রামে চারদিনেও ধরে নিখোঁজ সামছুল হকের এখনও
সন্ধান মিলেনি। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত জলফু মিয়ার ছেলে। তাকে না পেয়ে স্ত্রী ও সন্তানসহ আত্মীয় স্বজনদের কান্না থামছে না। এ ঘটনায় তার ছেলে মোঃ ইউসুফ বাদি হয়ে গতকাল সোমবার থানায় একটি সাধারণ ডায়েরি(নং-৬৭৬) করেছেন।
জানা গেছে, সামছুল হক(৫৮) সামান্য মানসিক প্রতিবন্ধী। মুখমন্ডল লম্বাটে, গায়ের রং শ্যামলা ও মাথার চুল সাদা-কালো। তিনি শুক্রবার বিকেলে প্রতিদিনের মতো পাশ্ববর্তী বাতিসা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়ি ফিরেননি। পরবর্তীতে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। কোন ব্যক্তি নিখোঁজ সামছুল হকের সন্ধান পেলে নিকটস্থ থানা বা তাঁর ছেলে ইউসুফের ০১৮১২৯২৭১৬৮ নাম্বারে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
- Saturday
- January 18th, 2025