জাকির হোসেন, শার্শা, যশোর: শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপিকে বিশাল গন সংর্বধনা। শনিবার বিকালে শার্শা মডেল পাইলট হাইস্কুলের সামনে শার্শা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শার্শা এই সম্বর্ধনা দেওয়া হয়। শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের পরপর ৩ বার নির্বাচিত ৮৫ যশোর -১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দীন।
জাতীয় সংসদের এমপি শেখ আফিল উদ্দীন বলেন,“মানুষের দুঃখ-দুর্দশা দূর করা এবং উন্নয়নই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের প্রধান লক্ষ্য। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ শিক্ষা, বিদ্যুৎ ,অর্থনীতি, কৃষি, শিল্প এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যোগান্তকারি সাফল্য অর্জন করেছে।”
সম্বর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা অলোক সর্দ্দার , শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরেদৗস, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান, শার্শা ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, উলাশি ইউপি চেয়ারম্যান আইনাল হক, বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল, কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পুটখালী ইউপি চেয়ারম্যান মাস্টার হাদিউজ্জামান, গোগা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলী, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা খাতুন,বাস্তহারা লীগের সভাপতি আবুল হোসেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দীন, শার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুরাদ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন , ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার ও প্রমুখ।
- Saturday
- January 18th, 2025