ধামরাই: ঢাকার ধামরাইয়ে ভুট্টা ক্ষেত থেকে আব্দুস সালাম নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গায়ে কোন আঘাতের চিহৃ না থাকায় পুলিশের প্রাথমিকভাবে ধারনা হৃদয়যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এ মৃত্যু। তবে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকালে ধামরাইয়ের বাথুলি বর্ধাপুর এলাকার একটি ভুট্টা ক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সকালে স্থানীয়রা চাষীরা ক্ষেতে কাজ করতে গিয়ে ওই বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
নিহত আব্দুস সালাম ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের উত্তর কাতকোড়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে।