মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ রানা (২২) ও জুয়েল (১৪) নামের দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে আটককৃত ডাকাতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গভীর রাতে উপজেলার চরগাজী ইউনিয়নের রশিদিয়া রাস্তা থেকে তাদের আটক করা হয়।
রানা (২২) নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর বাগ্যা গ্রামের কৃষ্ণ দাসের ছেলে ও জুয়েল একই এলাকার মাকসুদ উদ্দিনের ছেলে। ৯নং চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতি প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে স্থানীয় মেম্বার রুহুল আমিন ও স্থানীয়দের সহযোগিতায় দুই ডাকাতকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, একটি দেশিয় অস্ত্র, ৯ রাউন্ড গুলি ও ৩টি রামদাসহ রানা ও জুয়েল নামের দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।
- Saturday
- December 21st, 2024