সুমন বিশ্বাস: শনিবার ৫ই জানুয়ারি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় অবস্থিত ভারত উপমহাদেশের মহাতীর্থস্থান শ্রী শ্রী মেহার কালিবাড়ীতে দশমহাবিদ্যা পূজা অনুষ্ঠিত হয়েছে।
মেহারকালিবাড়ী তীর্থস্থান কার্যকরী কমিটির আয়োজনে দিনব্যাপী এ পূজা শেষ হয়। প্রতি বছরের ন্যায় সকাল ৯টায় থেকে দশমহাদেবীর পূজায় ডাক ঢোল বাজিয়ে ঘটস্থাপন, মাতৃ প্রদীপ প্রজ্জলন , দশজন পুরাহিতদের লাল বস্ত্র পরিধানের মাধ্যমে সঠিক মন্ত্র উচ্চারণে দশভুজার পূজার হয় । জয় মা, জয় মা ধ্বনিতে লাখ, লাখ মাতৃভক্তবৃন্দ এ পূজায় অংশ নিয়েছে ।
সকলমানবজাতির ও বিশ্বশান্তি কামনায় এবং অশুভ শক্তি দুর করতে এ দশমহাবিদ্যা পুজার আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিনটু এ পুজায় উপস্থিত থেকে নবনির্বাচিত একাদশ সংসদ সদ্স্য মেজর অবঃ রফিকুল ইসলামের পক্ষে সকল সনাতনী ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন।
এসময় চাঁদপুর জেলা পুজা উদজাপন পরিষদের সভাপতি বাবু সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল ঘোষ পূজায় অংশ নেন ।