নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নোয়াখালী: ধানের শীষে ভোট দেওয়ায় নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে দল বেঁধে গণধর্ষণের ঘটনায় ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই আসামি আবুল ও সালাউদ্দিন ।

সোমবার বিকেলে নোয়াখালী জেলা ডিবি পুলিশ মামলার তিন আসামি সালাউদ্দিন, মুরাদ ও আবুলকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে। সেসময় নোয়াখালী আমলি আদালত-২ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহের আদালতে আবুল ও সালাউদ্দিন স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। আদালত
তা আমলে নিয়ে জবানবন্দি রেকর্ড করেন। আর অভিযুক্ত মুরাদের রিমান্ড আবেদনের শুনানি গ্রহণ করেন।

এর আগে বুধবারগভীর রাতে নোয়াখালী সদর ও সেনবাগ উপজেলা থেকে রুহুল আমিনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হলো।