রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা): শ্যামনগর উপজেলা প্রশাসন ও শ্যামনগর জলবায়ু পরিষদসহ অন্যান্য বেসরকারী সংগঠনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে এ কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালী পরবর্তী জলবায়ু পরিষদের ব্যবস্থাপনায় দুর্যোগের আলোচনায় জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগকে সংযুক্ত করার লক্ষ্য নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ‘জলবায়ু অর্থায়ন এবং দুর্যোগ প্রশমনে ন্যায্য ও স্বচ্ছ পরিকল্পনা’ দাবিতে “জলবায়ু দুর্যোগ ঝুঁকি, হ্রাস করবে প্রস্তুতি” এই স্লোগানে গণ-স্বাক্ষর কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার ভূমি সুজন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সেলিম খান, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফারুক হুসাইন সাগর, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসেন, মোঃ বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল, শ্যামনগর প্রেসক্লাব সভাপতি আকবর কবীর, উপজেলা পঃ পঃ কর্মকর্তা শাকির হোসেন, ওসিসি প্রণব কুমার প্রমুখ।