সুফি সান্টু, নাটোর: দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নাটোর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তবে সকল কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি দেখা গেছে কম। বেশীরভাগ কেন্দ্র ঘুরে দেখা যায় অল্প সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
সকালে বাগিাতিপাড়া উপজেলার পেড়াবাড়ীয়া কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেকেন্দার রহমানের সমর্থকদের সাথে বিদ্রোহী প্রার্থী অহিদুর রহমান গকুলের সমর্থকদের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আদম আলীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে সকালে জিগরী কেন্দ্রে সেকেন্দার রহমান সমর্থকদের হামলায় দুইজন আহত হয়। আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
গুরুদাসপুর উপজেলার চাচকৈড় নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের এজেন্ট আব্দুর রহিমকে নৌকা প্রতীকের আটটি সিলমারা ব্যালটসহ আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতে তাকে ছয় মাসের কারাদন্ড এবং ২০০০ টাকা জরিমানা করে।
এছাড়া লালপুর উপজেলার রহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আকতার বানুর পক্ষে ভোট প্রদানে প্রভাবিত করায় সহকারী প্রিজাইডিং অফিসার আতিকুর রহমানকে সাত দিনের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাকির মুন্সী।