শ্যামনগরে ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা): সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণের ১ম দিন শেষ শনিবার হয়েছে।

প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল কবীর, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলামসহ বিভিন্ন উপজেলা নির্বাচন অফিসার বৃন্দ।

উল্লেখ্য, ২৪ মার্চ উপজেলার ৮৯টি কেন্দ্রে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তা ৯৪জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ৬০২ জন এবং পোলিং অফিসার ১২০৪ জনকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৫৩ হাজার ১৭ জন।