নাটোর: প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নাটোরের ৫টি উপজেলার ৪৩৭ টি কেন্দ্রে নির্বাচন সামগ্রী পাঠানো শুরু হয়েছে।
শনিবার সিংড়া উপজেলা পরিষদের নতুন ভবনের সামনে থেকে নির্বাচন সামগ্রী বিতরণ শুরু করেন উপজেলা নির্বাচন অফিসার সহ অন্যান্যেরা। এ সময় প্রিজাইডিং অফিসাররা নিরাপত্তার জন্য দুজন পুলিশ, আনসার সদস্য নিয়ে নির্বাচন সামগ্রী সিল, প্যাড, অমূচনীয় কালি, ব্যালট পেপার, ব্যালট বাক্স বুঝে নিয়ে কেন্দ্রে কেন্দ্রে চলে যান।
এবারের নির্বাচনে নাটোরের ৫টি উপজেলায় ৪৩৭টি কেন্দ্রে আগামীকাল ১০মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে দুজন পুলিশ, ঝুকিপূর্ণ কেন্দ্রে অস্ত্র সহ ৩ জন এবং প্রতিটি কেন্দ্রে ১২ জন করে আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন। এছাড়া প্রতিটি উপজেলায় দুই প্লান্টুন বিজিবি, ১৬ জন করে র্যাব সদস্য ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন। এ ছাড়া একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত দায়িত্বে নিয়োজিত থাকবেন।