রনজিৎ বর্মন, (শ্যামনগর), সাতক্ষীরা: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে শ্যামনগর উপজেলায় রবিবার বিকাল ৫টা পর্যন্ত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেযারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৬ জন।
১৬ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রার্থী মনোনয়নপত্র সগ্রহ করেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা হলেন- এস এম আতাউল হক দোলন, ডি এম আজিবর রহমান, জি এম সাদেকুর রহমান, অসীম কুমার জোয়ারদ্দার ও জি এম রেজাউল করিম।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা হলেন- জি এম কামরুজ্জামান, মোঃ সাঈদুজ্জামান, মোঃ মিজানুর রহমান, শাহাজালাল, স.ম. আব্দুস সাত্তার, শেখ ফারুক হোসেন ও জি এম রেজাউল ইসলাম।