রনজিৎ বর্মন, (শ্যামনগর), সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ১৮’র আগে বিয়ে নয় ক্যাম্পেইনের আওতায় বাল্য বিবাহ নির্মূলে ছাত্রীদের বাইসাইকেল র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার সকালে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সুশীলন নবযাত্রা প্রকল্পের বাস্তবায়নে এটি অনুষ্ঠিত হয়।
সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ-শ্যামনগর প্রধান সড়কে ব্যানার ফেষ্টুন সহ সাইকেল র্যালি শেষে বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মন, বিদ্যালয়ের হিন্দু ধর্মীয় শিক্ষক লিপিকা রায়, মনিকা সরকার, সুশীলন মুন্সিগঞ্জ ইউপির জেন্ডার অর্গানাইজার খোকন চন্দ্র হালদার, জেন্ডার অর্গানাইজার মাসুম বিল্লাহ, বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী লামিয়া পারভীন, ১০ম শ্রেণির ফারহানা সুলতানা, ৯ম শ্রেণির ফতেমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বৈদ্য।