হাবিপ্রবিতে ইউজিসি প্রতিনিধিসহ শিক্ষক অবরুদ্ধ

আজিজুর রহমান, হাবিপ্রবি: ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২নং অডিটোরিয়াম এ ইউজিসি-উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তা, সদ্য পদন্নোতি পাওয়া শিক্ষক ও প্রগতিশীল শিক্ষক ফোরাম সকলকে অবরুদ্ধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের সিএসই ও বিজ্ঞান শিক্ষার্থীরা।

রোববার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে ইউজিসি প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেতৃবৃন্দ, আন্দোলনরত সদ্য পদন্নোতি পাওয়া শিক্ষকবৃন্দ ও প্রগতিশীল শিক্ষক ফোরাম।

আন্দোলনরত শিক্ষার্থী সূত্র জানা যায়, দিনব্যাপী আলোচনা করার পরও সুষ্ঠু সমাধানে আসতে পারেনি ইউজিসি প্রতিনিধি দল। তারা আরো জানান, সন্ধ্যা ৬ টায় সমাধান ছাড়াই ইউজিসি প্রতিনিধি দল অডিটোরিয়াম থেকে বের হতে চাইলে শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ করে রাখে।

উল্লেখ্য, ১৪ নভেম্বর থেকে সদ্য পদোন্নতি প্রাপ্ত সহকারী অধ্যাপকগণ কর্মবিরতি পালন করে আসছেন। আন্দোলনরত শিক্ষকের সাথে একাত্মতা প্রকাশ করে ক্লাস পরীক্ষা বর্জন করে প্রগতিশীল শিক্ষক ফোরাম। যার ফলে সিএসই, বিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ আছে।