ভালোবাসা দিবসে সুন্দরবন রক্ষার শপথ


রনজিৎ বর্মন, ( শ্যামনগর) সাতক্ষীরা: বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন- এ প্রতিপাদ্যকে লালন করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতায় সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সুন্দরবন শিক্ষা কেন্দ্রে সুন্দরবন দিবস পালিত হয়|

সুন্দরবনের জীব বৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আইইউসিএনকেএফডাবলিঊ এর অর্থায়নে বাস্তবায়িত ‘প্রটেক্টিং টাইগারস, পিপল এন্ড দেয়ার ভাইটাল হেবিটেট ইন দ্যা সুন্দরবন ডেল্টা থ্রু এনগেজিং দ্যা লোকাল কমিউনিটিজ’ প্রকল্প এবং ওয়াইল্ডটিম এর সহায়তায় সুন্দরবন দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি যতিন্দ্রনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে| র‌্যালী শেষে সুন্দরবন শিক্ষা কেন্দ্রে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি এস এম রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় অতিথির বক্তব্য রাখেন ওয়াইল্ডটিম কনজারভেশন ম্যানেজার রামকৃষ্ণ মোহন্ত, সাতক্ষীরা রেঞ্জের কৈখালী ষ্টেশন কর্মকর্তা কামরুল হাসান, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আসলাম আহম্মেদ, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিমল কুমার মন্ডল, ইউপি সদস্য সেলিনা সাইদ, বাঘ বন্ধু আজিয়ার রহমান।

স্বাগত বক্তব্য রাখেন ওয়াইল্ডটিমের কনজারভেশন সমন্বয়কারি নাজমুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াইল্ডটিমের প্রোগ্রাম অফিসার আবু জাফর, টাইগার স্কাউট ফাইজা আহম্মেদ, ইসমে আজম ঋজু, সঞ্জিত মালো, বাদশা গাজী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়াইল্ডটিমের ফিল্ড ফ্যাসিলেটর অমিত মালো। সভায় বক্তারা বলেন, সুন্দরবন এর জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। এভাবে চলতে থাকলে সুন্দরবন হারিয়ে যাবে। এ বনের সাথে জড়িয়ে রয়েছে গোটা দক্ষিণ পশ্চিমাঞ্চলের সহ সমগ্র দেশের পরিবেশ প্রতিবেশ। বক্তারা সুন্দরবন সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহব্বান জানান।