সিলেট: নামাজের সময় মাছ বিক্রি বন্ধ থাকে, বলছিলাম সিলেটের ওসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী তাজপুর বাজারের কথা|
নামাজের সময় এখানে সব ধরনের ক্রয় বিক্রয় বন্ধ রাখেন ব্যবসায়ীরা| বর্তমানে এখানকার ব্যবসায়ীরা অন্যান্য ব্যবসায়ীদের জন্য একটি অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছেন| নামাজের সময় হলেই তারা ক্যাশ বাক্স এবং মাছ দুটিই রেখে নামাজ পড়তে চলে যান, এর মাধ্যমে মহানবী (সা:) এর সময়কারের মত নামাজের গুরুত্ব প্রতিষ্ঠিত হয়েছে বলেই অনেকে মনে করেন|
মাছ কিনতে আসা খলিলুর রহমান বলেন, আসরের সময় মাছ কিনতে এসে দেখি মাছ বিক্রি বন্ধ, বিক্রেতারা সবাই নামাজ পড়তে গেছেন| তাদের এ উদ্যোগে আমি অত্যন্ত খুশি, আমি তাদের কে ধন্যবাদ জানাই|
তাজপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুহেল আহমেদ বিষয়টি কে নিশ্চিত করে বলেন, আমি তাদের এ ধরণের কার্যক্রমকে সাদুবাদ জানাই|