নাটোর: ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। সারা দেশের মত নাটোরেও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বরণ করা হয়েছে বসন্ত উৎসব।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বাংলা বিভাগের আয়োজনে কলেজ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মিলনায়তনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে আয়োজন করা হয় নাচ, গান এবং কবিতা আবৃত্তির। বসন্ত উৎসবকে ঘিরে শিক্ষার্থীরা নানা ঢংয়ে সাজ সজ্জা করেন।
কলেজ অধ্যক্ষ অধ্যাপক শামসুজ্জামান জানান, প্রতিবছর বসন্ত উৎসব পালন করে আসছে উক্ত কলেজটি। দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে এ ধরণের অনুষ্ঠানের আয়োজন প্রয়োজন রয়েছে। শিক্ষার্থীরা জানায়, ১লা ফাল্গুন সকলের মনে নতুন রং নিয়ে আবির্ভূত হয়। দেশের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে আনন্দভরে বসন্তকে বরণ করে নিতে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেছেন তারা।