গত এক দশকের সেরা ক্রিকেট একাদশ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। সেরা ওয়ানডে একাদশে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্থান পেয়েছেন সাকিব আল হাসান।
রোববার আইসিসি এক দশকের সেরা ওয়ানডে একাদশ ঘোষণা করে।
আইসিসির গত দশক সেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির ও লাসিথ মালিঙ্গা।