সাকিবের নিরাপত্তায় দেহরক্ষী

কালীপূজার অনুষ্ঠানে কলকাতায় অতিথি হয়ে যাওয়ার পর হত্যার হুমকি পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার সাকিব আল হাসান।

ফেসবুকে খুনের হুমকি দেওয়ার ঘটনায় সাকিবের নিরাপত্তার জন্য সশস্ত্র দেহরক্ষী মেতায়েন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি জানিয়েছে, সাকিবের নিরাপত্তা নিয়ে চিন্তা থেকেই তাদের এমন পদক্ষেপ।

বুধবার সশস্ত্র দেহরক্ষীর পাহারায় মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে আসেন এই অলরাউন্ডার। যদিও ওই হুমকিদাতা সিলেটের মহসিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

কলকাতার পূজার আয়োজক বেলেঘাটা অঞ্চলের বিধায়ক পরেশ পাল বলেছেন, সাকিব পূজোর উদ্বোধন কখনই করেন নি। তাই মুসলমান হয়েও হিন্দুদের পূজায় কেন হাজির ছিলেন, সেই প্রশ্ন তুলে তার সমালোচনা করা অন্যায্য। ওই পূজার উদ্বোধন আসলে করেছিলেন এক হিন্দু সন্ন্যাসী।