ডেস্ক: ২রা ফেব্রুয়ারি ২০১৯ শুরু হবে ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষাথীর অংশগ্রহনে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। ২০১৮ সালে যার সংখ্যা ছিলো ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন।
এ বছরে বাড়তি অংশগ্রহন করছেন ১ লাখ ৩ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী। শিক্ষামর্ন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ২৮ হাজার ৬৮২ শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে ৩ হাজার ৪৯৭ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। ৮টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং কারিগরি শিক্ষাবোর্ডের শিক্ষার্থীরা অংশগ্রহন করবেন উক্ত পরীক্ষায়।