৯৯৯ নম্বরে মাদক ব্যবসায়ীর ফোন

কুমিল্লা: তিন কেজি গাঁজার টাকা নিয়ে এক কেজি দেয়ায় জরুরী নাম্বারে ফোন দিলেন সালমা বেগম (৪০) নামের এক নারী। ফোন করে জানালেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রহিম নামে একজন মাদকব্যবসায়ী রয়েছে। পুলিশের এসআই মোঃ জাকির হোসেন জরুরী ফোন পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।

কিন্তু গিয়ে তিনি শুধু বিস্মিতই হন নি পুরো শিহরিত হন। ধরা পড়লেন ফোন কর্তী নিজেই কেননা সালমা বেগম নিজেই একজন মাদক ব্যবসায়ী। তিন কেজি গাঁজার টাকা নিয়ে এক কেজি দেয়ায় রহিমের সাথে তর্কাতর্কি হলে রহিমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জরুরী নাম্বারে ফোন দিয়ে ধরা পড়লেন নিজেই।রহিম কৌশলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভেগে যান।
খোঁজ নিয়ে জানা যায়,সালমা বেগম নারায়নগঞ্জে থাকেন তার ।তার গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী গ্রামে।

রহিমকে পুলিশ গ্রেফতার করতে না পারলেও এক কেজি গাঁজা সহ সালমা কে গ্রেফতার করেছে পুলিশ এবং মাদক নিয়ন্ত্রণ আইনে সালমা এবং রহিমের নামে থানায় মামলা করেছে পুলিশ।