রনজিৎ বর্মন শ্যামনগর,সাতক্ষীরা: করোনাভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা জেলার পুলিশ সুপারের উদ্যোগে ১৬ সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। যে কোন ধরনের দুর্যোগ প্রতিরোধে এই টিম দ্রুত সাড়া দিবে। মঙ্গলবার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রবাসী টিভিকে বিষয়টি জানিয়েছেন।
পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, কুইক রেসপন্স টিমটি মানুষকে সহায়তা করবে যে কোনো বড় সমস্যায়। যেহেতু জেলায় ১৩ শত সদস্য পুলিশে কাজ করে। পুলিশ সদস্যদেরও বড় কোন ধরনের সমস্যা দেখা দিলেও এই কুইক রেসপন্স টিম তাদেরকেও সহযোগিতা করবে। তিনি আরো বলেন, মূলত এখন সবাই করোনাভাইরাসের ভয় পাচ্ছে । এ জন্য মানুষকে মানসিক শক্তি ও মানসিক সহযোগিতা করবে টিম।
সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ধূমপায়ীরা!
তিনি নিজ উদ্যোগে ভিন্ন আঙ্গিকে এটি করেছেন বলে জানান। যে কোনো বিশেষ মুহূর্তে বিশেষ বাহিনীর কাজ করবে এই টিম। কুইক রেসপন্স টিমের সদস্যদের জন্য একটি এ্যাম্বুলেন্স ও ২ টি গাড়িি এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহসহ হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন।