টেক্সাসের বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের অতর্কিতে হামলায় কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত আরও এক ব্যক্তি। ঘটনার ২৪ ঘণ্টা পরেও বন্দুকবাজের পরিচয় পুলিশের কাছে অজ্ঞাত।
সোমবার টেক্সাসের এ অ্যান্ড এম ইউনিভার্সিটি-কমার্সে ঢুকে পড়ে ওই বন্দুকবাজ। ক্যাম্পাসে উপস্থিত পড়ুয়ারা কিছু বুঝে ওঠার আগেই বেমক্কা গুলি চালাতে শুরু করে সে। তাতেই গুলিবিদ্ধ হয়ে ২ জন মারা গিয়েছেন। আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে, তাঁর শারীরিক অবস্থার খবর, রাত পর্যন্ত জানা যায়নি।
টেক্সাস পুলিশ জানাচ্ছে, সোমবার বন্দুক হামলার এই ঘটনাটি ঘটেছে বিশ্ববিদ্যালয়ের প্রাইড রক রেসিডেন্স হল-এ। সকলের নজর এড়িয়ে আগ্নেয়াস্ত্র-সহ ওই বন্দুকবাজ কী করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রেসিডেন্স হলে ঢুকে পড়ল, পুলিশ তা তদন্ত করে দেখছে। ইউনিভার্সিটির পুলিশ ট্যুইট করে জানাচ্ছে, অভিযুক্তকে এখনও চিহ্নিত করা যায়নি। তদন্ত শুরু হয়েছে। শুটআউটের পর বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস বন্ধ করে দেওয়া হয়।
প্রবাসী টিভির ইউটিউব চ্যানেলে যোগ দিতে এখানে ক্লিক করুন।