ঢাকার সিটি করপোরেশন নির্বাচনে কয়েকটি বিদেশি মিশনে কর্মরত বাংলাদেশীদের বিদেশী পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করার তীব্র সমালোচনা করে একে গর্হিত কাজ হিসাবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অনেক বাংলাদেশী নাগরিক এখানকার বিদেশী দূতাবাস এবং হাই কমিশনগুলোতে কাজ করছেন। এই মিশনগুলো তাদের ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিদেশী পর্যবেক্ষক হিসাবে নিয়োগে মাধ্যমে একটি গর্হিত কাজ করেছে।
তিনি আরো বলেন, ইসি রুলে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে শুধুমাত্র বিদেশীরাই বিদেশী পর্যক্ষেক হতে পারবেন। কিন্তু আমি জানি না কিভাবে কমিশন বাংলাদেশীদের বিদেশী পর্যবেক্ষক হিসেবে অনুমতি দিল। বিদেশী পর্যবেক্ষক হিসেবে তাদের গ্রহণ করে নির্বাচন কমিশন ঠিক করেনি।
প্রবাসী টিভির ইউটিউব চ্যানেলে যোগ দিতে এখানে ক্লিক করুন।