ভারতের হিজাব খুলতে বলায় স্বর্ণপদক প্রত্যাখ্যান

ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও বর্ণবৈষম্য। দেশটির পণ্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিষয়ে মার্স্টার্সে সর্বোচ্চ নম্বরের ছাত্রী রাবিহা আব্দুরেহিমকে হিজাব পড়ায় সমাবর্তন অনুষ্ঠানে ঢুকতে দেয়নি পুলিশ।
হিজাব

শর্ত দেওয়া হয়, সমাবর্তনে যোগ দিতে হলে হিজাব খুলে আসতে হবে। পরে রাবিহা আব্দুরেহিম স্বর্ণপদক প্রত্যাখ্যান করে শুধু সার্টিফিকেট নিয়েই বাসায় চলে যান। সোমবার এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনি নেতা আবু জিহাদ হত্যায় মোসাদ জড়িত

ভারতীয় গণমাধ্যম জানায়, বিশ্ববিদ্যালয়টির জওহরলাল নেহরু অডিটরিয়ামে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

রাষ্ট্রপতির হাত থেকেই সাফল্যের পুরস্কার নিতে গিয়েছিলেন রাবিহা। কিন্তু সেই সময় হিজাব থাকায় অনুষ্ঠানে ঢুকতেই দেওয়া হয়নি।

বিমান থেকে প্যারাসুটে পালিয়েছিলেন যে চোর

বিশ্বের সংবাদদেশের সংবাদ, আর রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিফিচারবিনোদন আর খেলাধুলার সর্বশেষ বাংলা সংবাদ পড়তে লাইক করুন প্রবাসী টিভি’র Facebook পেজ আর সাবস্ক্রাইব করুন YouTube Channel.