পাকিস্তানের আদালতে পারভেজ মোশারফের মৃত্যুদণ্ড

দুর্নীতি মামলায় দেশদ্রোহিতার অভিযোগে পাকিস্তানে একটি আদালতে প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফের মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে। পারভেজ মোশারফের বিরুদ্ধে বহুদিন ধরেই দেশদ্রোহিতার মামলা চলছিল।
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ

পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফ বহুদিন ধরেই দাবি করেছিলেন যে গোটা মামলাটিই ভিত্তিহীন। এক সাক্ষাৎকারে তিনি দুঃখ প্রকাশ করে বলেছিলেন যে পাকিস্তানের জন্য তিনি ১০ বছর লড়াই করেন। লড়াইয়ের পরও পাকিস্তানের আদালতে তাঁর পক্ষের কথা শোনা হয়নি। আর দেশের জন্য লড়াইয়ের পরও তাঁর বিরুদ্ধে কিভাবে ‘দেশদ্রোহিতা’র মামলা দায়ের হয়, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন পারভেজ মোশারফ।

২০১৩ সালে থেকে পারভেজ মোশারফের বিরুদ্ধে পাকিস্তানে এই দেশদ্রোহিতা মামলা দায়ের করা হয়। ২০১৪ সালের ৩১ মার্চেই পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফরকে দোষী সাব্যস্ত করে পাক আদালত। এরপর সেপ্টেম্বরে তাঁর বিরুদ্ধে সমস্ত প্রমাণ পেশ করা হয় আদালতে।

এদিকে, সেই সময় থেকে পাকিস্তান ছেড়ে দেশের বাইরে ছিলেন পারভেজ মোশারফ। দুবাইতে তাঁর হৃদরোগের চিকিৎসা চলছিল। এখনও তিনি দেশের বাইরে।

প্রবাসী টিভির ইউটিউব চ্যানেলে যোগ দিতে এখানে ক্লিক করুন।

বিনোদন বিভাগের সুপারহিট: