ভারতের লোকসভায় অধিবেশন চলাকালীন নাগরিকত্ব সংশোধনী বিলের কপি ছিঁড়ে ফেললেন অল-ইন্ডিয়া-মজলিশ-এ-ইত্তেহাদুল-মুসলিমিন নেতা আসাদুদ্দিন ওয়েইসি। এই বিল এনে আরও একটা দেশভাগ হতে চলেছে, কারণকে ভিত্তি করেই ভর্তি লোকসভা কক্ষে কাগজ দু’টুকরো করে দিয়েছেন।
তিনি আরও বলেন, সিটিজেনশিপ সংশোধনী বিল অভিসন্ধি করেই মুসলিম অভিবাসীদের দেশহীন করতে চাইছে। এই আইন হিটলারের আইনের থেকেও খারাপ। মুসলিমদের অধীনস্থ করে রাখা হচ্ছে”। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে তিনি বলেন, এই বিল ভারতের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেছেন যা বিরোধিতা করেছে বিরোধি দলগুলি। এই বিল মূলত পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের ধর্মীয় নিপীড়নের শিকার অ-মুসলিমদের ভারতীয় নাগরিকত্ব পেতে সাহায্য করবে।
সিটিজেনসিপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা করে প্রতিবাদ চলছে দেশের বিভিন্ন অংশ সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও। তাই তীব্র বিরোধিতাকে ঠেকাতে দলের সকল সাংসদদের ডিসেম্বরের ৯ তারিখ থেকে ১১ তারিখ অবধি পার্লামেন্টে অবশ্যই উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির তরফে। সূত্র: www.kolkata24x7.com
বিনোদন বিভাগের সুপারহিট:
- কাকে বিয়ে করছেন অভিনেত্রী কাজল আগরওয়াল?
- টপলেস হলেন দেশি তারকা আইরিন সুলতানা
- নতুন ভূমিকায় ভূমিছবিতে বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত
- বাবার বিয়েতে কী পরবেন? মায়ের কাছে জানতে চেয়েছিলেন !
- পর্ন ইন্ডাস্ট্রিতে নিজের রোজাগার, জানালেন মিয়া খলিফা
- বিয়ের ভাবনা এবং ছেলের বলিউডে অভিনয়! যা বললেন মালাইকা আরোরা
- খোলা পোশাকে আমির কন্যা ইরা খান
- বিপাকে স্বরা ভাস্কর
- পরিচালক রনির ছবিতে সানি লিওন
- ১২ বছরের ছোট অর্জুন কাপুর