আমেরিকায় পুলিশ সার্জেন্ট পদে চট্টগ্রামের আরমান কায়সার

প্রথম বাংলাদেশি
নিউইয়র্ক: মার্কিন মুলুকে বাংলাদেশির নয়া নজির৷ আমেরিকায় পুলিশ সার্জেন্ট পদে প্রথম বাংলাদেশি ৷ আটলান্টিক সিটির পুলিশ সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত  মো. আরমান কায়সার৷

২ ডিসেম্বর, সোমবার পদোন্নতি হওয়া বাকি পুলিশ অফিসারদের সঙ্গে শপথ গ্রহণ করেন কায়সারও। আটলান্টিক সিটির মেয়রের পাশাপাশি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটলান্টিক কাউন্টি প্রসিকিউটর , শহরের পুলিশ কমিশনার এবং পুলিশ বিভাগের উচ্চপদস্থ কর্তারা ৷

চট্টগ্রামের ছেলে ৩২ বছর বয়সী মহম্মদ আরমান কায়সার, প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে আটলান্টিক সিটির পুলিশ বিভাগে সার্জেন্ট পদে পদোন্নতি পেয়ে ইতিহাস গড়লেন।এর আগে ২০১২ সালে প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে আটলান্টির সিটির পুলিশ বিভাগে অফিসার পদে যোগ দেন কায়সার ৷

প্রবাসী টিভির ইউটিউব চ্যানেলে যোগ দিতে এখানে ক্লিক করুন।

বিনোদন বিভাগের সুপারহিট: