দিনাজপুরের নবাবগঞ্জ প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধায় নবাবগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মোঃ ছানাউল্লাহ ছানা সভাপতি এবং মোঃ হাসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নবনির্বাচিত কমিটি আগামী ২ বছরের জন্য দায়িত্ব পালন করবে। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ জুলহাজুল কবীর (ডেইলি ইন্ডাস্ট্রি), সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ (৭১ টিভি), যুগ্ন সম্পাদক বিপ্লব কুমার সাহা (দৈনিক মুক্তখবর), দিপক কুমার মহন্ত (প্রবাসী ডট টিভি), সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুল ইসলাম চৌধুরী (ভোরের কাগজ), প্রকাশনা, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ আজিনুর রহমান রাজু (চ্যানেল এস), কার্যকরী সদস্য মোঃ রেজাউল করিম স্বাধীন (দৈনিক দিনকাল), মোঃ ইয়ামিন সরকার (নতুন সময় টিভি), অলিউর রহমান মেরাজ (ভোরের দর্পন), মোঃ আঃ মান্নান (দৈনিক জনতা), মোঃ জিল্লুর রহমান (দেশেরপত্র) নির্বাচিত হন।
আমরা গ্রাহকের কথা শুনি- হোসেন খালেদ
নবনির্বাচিত এ কমিটিকে শুভকামনা ও শুভেচ্ছা জানিয়েছেন দিনাজপুর -৬ সংসদীয় আসনের সাংসদ শিবলী সাদিক এমপি। শুভেচ্ছা জানিয়েছেন নবাবগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ অষোক চৌহান, নবাবগঞ্জ উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোছঃ পারুল বেগম।
এদিকে প্রবাসী টিভির দিনাজপুর প্রতিনিধি ডি কে মহন্ত ১৩ সদস্য বিশিষ্ট কমিটির যুগ্ম-সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন বীরমুক্তিযোদ্ধা লায়ন এ্যাডভোকেট এম এ মজিদ। এছাড়াও খাজানুর হায়দার লিমন (প্রকাশক মাইনিংসিটি ২৪ ডট কম), আতিক হাসান (বার্তা প্রধান সাপ্তাহিক ফলোআপ), তাজুল ইসলাম তাজ (বার্তা প্রধান সাপ্তাহিক জাগো রংপুর), নূরে আলোম সিদ্দিকী নূর (দৈনিক আশার আলো), ডাঃ রিফাত মাহমুদ (মেডিকেল অফিসার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স), মানিক চন্দ্র সাহা (প্রধান শিক্ষক বামনগড় উচ্চ বিদ্যালয় ), মুক্তি সরকার (সভাপতি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, নবাবগঞ্জ উপজেলা শাখা) দীপক সরকার রমেন (সভাপতি বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, ১ নং জয়পুর ইউনিয়ন শাখা) গোপাল চন্দ্র দাস (সহকারী শিক্ষক বেলঘাট উচ্চ বিদ্যালয়), কাজল শাহ্ (গ্রন্থাগারিক খালিপপুর কাজীপাড়া উচ্চ বিদ্যালয়) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।