ঘূর্নিঝড় বুলবুলের আঘাতে ট্রলার ডুবির ছয় দিন পর নিখোজ জেলে সবুজ ফরাজি (২৫) ফিরে এসেছেন। এদিনগুলোয় সুন্দরবনে গাছে চড়ে নিজের প্রাণ রক্ষা করেছেন।
রনজিৎ বর্মন, শ্যামনগর, সাতক্ষীরা: ঘূর্নিঝড় বুলবুলের আঘাতে ট্রলার ডুবির ছয় দিন পর নিখোজ জেলে সবুজ ফরাজি (২৫) ফিরে এসেছেন। এদিনগুলোয় সুন্দরবনে গাছে চড়ে নিজের প্রাণ রক্ষা করেছেন।
রানু মণ্ডলের মেকওভার নিয়ে তুলকালাম
গত শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে সুন্দরবনের নারকেল বাড়িয়া নদীর বুড়ো জাহাজ নামক স্থান হতে আব্দুল হালিম নামে এক জেলে তাকে উদ্ধার করে। সবুজ বরগুনা জেলার আমতলী থানার লালুপাড়া গ্রামে মুজিবর ফারাজির ছেলে।
কাকে বিয়ে করছেন অভিনেত্রী কাজল আগরওয়াল?
সবুজ জানায়, গত ৮ নভেম্বর এফবি তরিকুল ইসলাম-১ নামে একটি ফিশিং ট্রলার যোগে সুন্দরবনে নারকেল বাড়ি এলাকায় মাছ ধরার সময় ইঞ্জিন বিকল হয়ে প্রচন্ড তুফানে নদীতে ডুবে যায়। এ সময় সে সহ ট্রলারে থাকা অন্যান্য জেলেরা নদীতে ভেসে যায়। নদীতে উত্তাল ঢেউয়ের চাপে কখনও পানির গভীরে, আবার পানির উপরে এভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে ভাসতে ভাসতে সুন্দরবনে পাগড়াতলীর চরে উঠতে সক্ষম হয়।
দীর্ঘ ৬ দিন সুন্দরবনের গোল গাছের ফল খেয়ে কোন রকমে জীবনে বেঁচে থাকে। পরবর্তীতে গত শনিবার হালিম নামে এক জেলে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
বিশ্বের সংবাদ, দেশের সংবাদ, আর রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, ফিচার, বিনোদন আর খেলাধুলার সর্বশেষ বাংলা সংবাদ পড়তে লাইক করুন প্রবাসী টিভি’র Facebook পেজ আর সাবস্ক্রাইব করুন YouTube Channel.
প্রবাসী টিভির ইউটিউব চ্যানেলে যোগ দিতে এখানে ক্লিক করুন।