বিএসএফ-বিজিবি গোলাগুলি, ভারতীয় জওয়ান নিহত

বাংলাদেশের রাজশাহী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে একজন বিএসএফ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। নিহত জওয়ানের নাম বিজয় ভান। আহত হয়েছেন আরও একজন বিএসএফ জওয়ান।

বিজিবির গুলিতে বিএসএফ সদস্য বিজয় ভান সিং (৫০) নিহত

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের জলঙ্গির চর পাইকমারির জিরো পয়েন্টেেএ গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

গরু ছেড়ে নারীদের প্রতি যত্নবান হতে নরেন্দ্র মোদিকে বার্তা

জি নিউজ জানিয়েছে, ইলিশ মাছ ধরতে কয়েকজন ভারতীয় জেলে বাংলাদেশ সীমান্তের ভেতর চলে আসে। এসময় ৩ জন ভারতীয় জেলেকে আটক করে বিজিবি (Border Guards Bangladesh)।

বিমান থেকে প্যারাসুটে পালিয়েছিলেন যে চোর

এরপরই আটককৃতদের উদ্ধার করতে যান বিএসএফ জওয়ানরা। তখনই বিএসএফ-এর সঙ্গে বিজিবির মধ্যে গোলাগুলি শুরু হয়।

ইতিহাসের পাতা: সামান্য ভুলে উড়োজাহাজ দুর্ঘটনা

এদিকে বিএসএফ প্রধান ভিকে জোহরি এই ঘটনা নিয়ে বিজিবি মেজর জেনারেল শফিনুল ইসলামের সঙ্গে কথা বলেছেন জানিয়েছেন বলে সংবাদ সংস্থা পিটিআই। পিটিআই সূত্রে আরও জানা যাচ্ছে, বিজিবি প্রধান জানিয়েছেন, এবিষয়ে তদন্ত করবেন।

ইরানে মার্কিন দূতাবাসে ৫২ জিম্মি উদ্ধারে ব্যর্থ অভিযান

প্রবাসী টিভির ইউটিউব চ্যানেল।

বিনোদন বিভাগের সুপারহিট: