বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার পিটিয়ে হত্যার ঘটনায় হতবাক মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।
বৃহস্পতিবার রাতে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সমবেদনা বার্তায় এই কথা জানান তিনি।
আবরার হত্যায় সকালের স্বীকারোক্তি
মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে আর্ল আর মিলারের উদ্ধৃতি দিয়ে পোস্টে লেখা হয়, “বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ঘটনায় আমি হতবাক ও মর্মাহত। মত প্রকাশের স্বাধীনতা যেকোন গণতন্ত্রের মৌলিক অধিকার। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলা সকল কণ্ঠস্বরের সঙ্গে আমরা একাত্ম ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”- রাষ্ট্রদূত আর্ল আর মিলার
আবরার হত্যার বিচার দ্রুত নিষ্পত্তি করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
গত ৬ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই–বাংলা হলের দোতলায় ওঠার সিঁড়ির থেকে নিহত আবরারের দেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, বুয়েট শাখা ছাত্রলীগের পদধারী কয়েকজন নেতা শের-ই বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান।