সিলেটের ডিআইজি (প্রিজনস) পার্থ গোপাল গ্রেফতার

সিলেটের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় তাকে গ্রেফতার এবং ৮০ লক্ষ টাকা জব্দ করা হয়।

সিলেটের ডিআইজি (প্রিজনস) পার্থ গোপাল গ্রেফতার

রোববার(২৮ জুলাই) সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত কমিশনের প্রধান কার্যালয়ে দুদকের পরিচালক মুহাম্মদ ইউছুফের নেতৃত্বে পার্থ গোপাল বণিককে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিকেলে তার ধানমন্ডির বাসা থেকে ৮০ লক্ষ টাকা জব্দ করে দুদক।

ডেঙ্গু জ্বরের লক্ষণ ও প্রতিকার

দুদক সূত্র জানায়,ঘুষ লেনদেনের টাকা গোপাল বণিকের বাসায় রয়েছে- জানতে পেরে বিকেলে তার বাসায় অভিযান চালায়।

সিলেটের আগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন পার্থ গোপাল বণিক। সেসময়ের দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। এরপরই এমন অভিযানে নামে দুদক।

আয়রনম্যান আরাফাতের গল্প

এদিকে পার্থ দাবি গণমাধ্যমকের কাছে দাবি করেন, জব্দকৃত অর্থ বৈধভাবে অর্জিত। ৩০ লক্ষ টাকা শাশুড়ির দেয়া। বাকি টাকা নিজের সঞ্চয়।

ইরানে মার্কিন দূতাবাসে ৫২ জিম্মি উদ্ধারে ব্যর্থ অভিযান

বিশ্বের সংবাদদেশের সংবাদ, আর রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিফিচারবিনোদন আর খেলাধুলার সর্বশেষ বাংলা সংবাদ পড়তে লাইক করুন প্রবাসী টিভি’র Facebook পেজ আর সাবস্ক্রাইব করুন YouTube Channel.