সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে মঙ্গলবার সামরিক কবরস্থানে দাফন করা হবে। রোববার (১৪ জুলাই) সকাল পৌনে আটটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। এরশাদের বয়স হয়েছিল ৯০ বছর।
গত ২৭শে জুন সিএমএইচ-এ থেকে এরশাদ (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। গত এক সপ্তাহ ধরে তাকে লাইফ সার্পোটে রাখা হয়। রক্তে হিমোগ্লোবিন ঘাটতি, ফুসফুসে সংক্রমণ এবং কিডনিসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
এদিকে এরশাদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে এরশাদের গঠনমূলক ভূমিকার কথা উল্লেখ করেন।