দেশে প্রথমবারের মতো লোহার খনির সন্ধান মতো মিলেছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর এ খনির সন্ধান পেয়েছে। অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খনিটিতে উন্নতমানের লোহার আকরিক রয়েছে।
এর আগে ২০১৩ সালে এই এলাকার মুশিদপুরে কূপ খনন করে খনিজ পদার্থের সন্ধান পেয়েছিল ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর। তার সূত্রধরে ৬ বছর পর এই বছরের ১৯ এপ্রিল থেকে এই এলাকায় কূপ খনন শুরু হয়।
ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভূগর্ভের ১ হাজার ৩০০ ফুট থেকে ১ হাজার ৬৫০ ফুটের মধ্যে লোহার একটি স্তর পাওয়া গেছে। যার আয়তন প্রায় দশ বর্গকিলোমিটার। খনিতে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন টন লোহাসহ মূল্যবান পদার্থ রয়েছে।