সৈয়দ আশরাফুল ইসলাম আর নেই

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম
মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ব্যাংককের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। প্রধানমন্ত্রীর প্রেস উইং বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করে।

তার মৃত্যুতে গভীর শোক  প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং পৃথক বিবৃতির মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছে।

গত বছরের ২৩ অক্টোবর তার স্ত্রী শিলা ইসলাম মারা যান।  তার একমাত্র কন্যা  রীমা ইসলাম পেশায় ব্যাংকার। ৬৮ বছর বয়সী সৈয়দ আশরাফ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ায় গত বছরের ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন। তিনি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। – প্রবাসী টিভি।

ভিডিও: লুৎফুজ্জামান বাবরের সাক্ষাৎকার দেখতে ক্লিক করুন।