ঐক্যফ্রন্টের সাত এমপি শপথ নিচ্ছেন না

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পাঁচজনসহ জাতীয় ঐক্যফ্রন্টের সাত বিজয়ী প্রার্থী শপথ নেবেন কি-না, এনিয়ে প্রশ্ন দেখা গেলেও নির্বাচনের পর ঐক্যফ্রন্ট ফলাফল প্রত্যাখ্যান করে এবং নির্দলীয় তত্ত্বধায়ক সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবি করে। এত অনেকেই মনে করছেন, তাদের শপথ নেওয়ার কোন সম্ভাবনা নেই।

এরপর ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নির্বাচন পরবর্তী আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপির জয়ী পাঁচজন প্রার্থী শপথ গ্রহণ থেকে বিরত থাকবেন।

এ ব্যাপারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু বুধবার গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার শপথের সময় শেষ হচ্ছে না। এনিয়েেএখনও সিদ্ধান্ত নেয়া হয়নি।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পাঁচজন প্রার্থী নির্বাচিত হন। এ ছাড়াও গণফোরামের দুইজন প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।