ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান (৩৫) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার ভোর রাতে জেলার হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান হরিপুর উপজেলার মেদেনি সাগর গ্রামের আব্দুর রশিদের ছেলে বলে জানা যায়। বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মিজানুর রহমান গরু ব্যবসায়ী ছিলেন। বিভিন্ন সময় ভারতীয় গরু বাংলাদেশে আনতে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করতো। এবারও তিনি গরু আনার জন্যে ভারতে যান এবং ফেরার সময় হরিপুরের ডাবরী সীমান্তের ৩৬৭ নং মেইন পিলারের কাছে ফুলবাড়ি ক্যাম্পের বিএসএফ জোয়ানরা মিজানুরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান বিএসএফের গুলিতে নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঠাকুরগাঁও ৫০ বিজিবির পরিচালক ( সিও) লে: ক: তুহিন মোহাম্মদ মাসুদ জানান, বিএসএফে গুলিতে বাংলাদেশী নিহতের ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ বার্তা পাঠানো হবে।