শ্রীলঙ্কায় উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে মধ্যরাত থেকে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ এই জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে।
সোমবার শ্রীলঙ্কার রাষ্ট্রপতি দপ্তরের মিডিয়া ইউনিট সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মধ্যরাত থেকে জরুরি অবস্থা জারির ঘোষণার তথ্য জানায়। এতে উল্লেখ করা হয়, সন্ত্রাসবাদের রুখতে এই ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে ব্যক্তি স্বাধীনতায় কোন হস্তক্ষেপ করা হয়নি।
এ ছাড়া, সোমবার স্থানীয় সময় রাত ৮টা থেকে পরদিন ভোর ৪টা পর্যন্ত আট ঘণ্টা কারফিউও জারি করা হয়।
রোববার খ্রিস্টান ধর্মাবলম্বীরা দেশটিতে ইস্টারসানডে উদযাপন করছিলো। এমন দিনে তিনটি গির্জা এবং তিনটি হোটেলে বোমা হামলা চালানো হয়। এতে ২৯০ জন নিহত হন।