শ্রীলংকায় গির্জা-হোটেলে হামলায় নিহত ২০৭

শ্রীলংকার রাজধানী কলম্বোসহ কয়েকটি স্থানে কয়েক দফা বোমা বিস্ফোরণে দুইশোর বেশি মানুষ নিহত হয়েছে। নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। শেষ খবর পাওয়া র্পযন্ত গির্জা এবং হোটেলে ছয়টি বিস্ফোরণে অন্তত ২০৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৩৫ জন বিদেশি রয়েছে।

বোমা হামলায় আহত হয়েছে আরও পাঁচশ মানুষ। এ ছাড়া অনেকে নিখোঁজ রয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানায়, দুই বাংলাদেশিও নিখোঁজ রয়েছে। এদিকে নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির প্রশাসন।

রোববার খ্রিস্টান ধর্মাবলম্বীরা দেশটিতে ইস্টারসানডে উদযাপন করছিলো। এমন দিনে তিনটি গির্জা এবং তিনটি হোটেলে বোমা হামলা চালানো হয়। এখন পর্যন্ত কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

বিশ্বের সংবাদ, দেশের সংবাদ, আর রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, বিনোদন আর খেলাধুলার সর্বশেষ বাংলা সংবাদ পড়তে লাইক করুন প্রবাসী টিভি’র Facebook পেজ আর সাবস্ক্রাইব করুন YouTube Channel.

আরও পড়ুন…

তেলেগু ভাষায় মেঘলা মুক্তার দ্বিতীয় ছবি

সিনেমার গানেরও মিমি চক্রবর্তী

স্ত্রীর ঘাতককে ক্ষমা করলেন ফরিদ আহমেদ