হেলিকপ্টার নিয়ে মিয়ানমার সেনাবাহিনীর হামলায় ৩০ জন রোহিঙ্গা নিহতের আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা । তবে তা নিশ্চিতভাবে বলতে পারেনি সংস্থাটি।
জাতিসংঘের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার স্থানীয় রোহিঙ্গাদের একটি দল বাঁশ কাটতে গিয়েছিল। এ সময় বর্মী সেনারা হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে বেসামরিক রোহিঙ্গাদের হত্যা করে।
তবে দেশটির সেনাবাহিনীর দাবি, নিহত রোহিঙ্গারা স্থানীয় বিদ্রোহীদের নানাভাবে সহযোগিতা করতো। এদিকে, জাতিসংঘের মুখপাত্র এসব দাবি নাকচ করে দিয়েছেন। এর আগে সাতজন নিহতের কথা বলা হলেও জাতিসংঘের কর্মকর্তারা এখন দাবি করছে, হামলায় প্রায় ৩০ জনের প্রাণহানী হয়েছে।
সর্বশেষ সংবাদ অনুযায়ী রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী এবং রাখাইন আরাকান আর্মির মধ্যে সংঘাত চলছে। আরাকান যোদ্ধারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী।