রাজধানীর এফ আর টাওয়ারের আগুন নিভেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বৃহস্পতিবার রাতে এই তথ্যটি নিশ্চিত করে।
প্রতিষ্ঠানটির ডিজি বলেন, শুক্রবার সকালে ভবনটির দায়িত্ব পুলিশকে বুঝিয়ে দেয়া হবে। তবে আগুনের সূত্রপাত তদন্তের পরই জানা যাবে বলে জানান তিনি। এ ছাড়াও তিনি ভবনটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ যন্ত্রের ব্যবস্থা ছিল না বলে নিশ্চিত করেন।
এদিকে রাত বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৫জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, নগরীর আট হাসপাতালে ভর্তি ৫৯ জন রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীর এফ আর টাওয়ারে নবম তলায় আগুনের সূত্রপাত হয়। দমকল বাহিনীর ২৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।