অনির্দিষ্টকালের জন্য মোবাইল ইন্টারনেটের থ্রিজি-ফোরজি বন্ধ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে মোবাইল ইন্টারেনটের
থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বৃহস্পতিবার রাত ১০ টার পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোবাইল ফোন অপারেটরদের ইন্টারনেটের গতি কমানোর এই নির্দেশনা দেয় বিটিআরসি।
নাম প্রকাশ না করা শর্তে বিটিআরসির একজন উর্ধতন কর্মকর্তা প্রবাসী টিভিকে এ তথ্য জানান।

এই নির্দেশের কারণে টু জি ইন্টারনেট সেবা ভোগ করতে পারবে মোবাইল ফোন গ্রাহকরা। এতে ইন্টারনেটের মাধ্যমে ম্যাসেজ আদান প্রদান হলেও ছবি এবং ভিডিও ব্রাউজ একপ্রকার বন্ধ হয়ে যাবে। অন্যদিকে ইন্টারনেট গতি কমার কারণে সামাজিক যোগযোগ সাইটগুলো ব্রাউজ কঠিন হয়ে। – probasi television