মসজিদে মুহুর্মুহু গুলি চলছিল। জুম্মার নামাজ আদায়ে বাংলাদেশ ক্রিকেট টিমও সে পথে। এমন সময় অপরিচিত নারী ইশারায় যেতে নিষেধ করেন। জানান সেদিকে না যেতে…গুলি চলছে…
আর এতেই মসজিদে না গিয়ে ফিরে আসেন বাংলাদেশি ক্রিকেটাররা৷ ভিনদেশে সেই নারীর সহযোগিতায় রক্ষা পেল পুরো ক্রিকেট দলের সদস্যের জীবন৷
বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৪৯ জন। নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলায় গুরুতর আহত হয়েছে আরও অন্তত ২০ জন।
তবে হামলা অল্পের জন্য বেঁচে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। দলের সবাই নিরাপদে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ বাতিল করে তাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এদিকে বাংলাদেশে ক্রিকেট দলের নিরাপত্তায় কোন ব্যবস্থা না থাকায় তীব্র সমালোচনা করছেন টাইগার ভক্তরা।
আরও পড়ুন… মুহূর্তেই রক্তের বন্যায় মসজিদ চত্বর