নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ে কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সচিব এসব কথা বলেন।

সচিব বলেন, ৫০ শতাংশের মতো ভোট পড়তে পারে। ঢাকার দুই সিটি করপোরেশনের
কোন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়নি। কোন সহিংসতা ছাড়াই ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হয়েছে।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনসহ রাজধানীর দুই সিটিতে ৩৬টি নতুন ওয়ার্ডের কাউন্সিলর পদে বৃহস্পতিবার নিবার্চনের ভোট সম্পন্ন হয়েছে । এ ছাড়াও কাউন্সিলর পদে ঢাকা উত্তরের ২১ নম্বর ওয়ার্ডের
উপনির্বাচন হয়েছে।