বাবা-মা কে নিয়ে বাসায় থাকলে বাসা ভাড়া কম নেয়া হবে এমনই ঘোষণা দিয়েছেন রাজধানীর এক বাড়ির মালিক। বাড়িটি ঢাকার ক্যান্টনমেন্ট এর ৪৪/৪ পশ্চিম মাটিকাটায় অবস্থিত।
বর্তমান সময় সামাজিক অবক্ষয়ের যুগ চলছে। নিজের জন্মদাতা পিতামাতা কে চোখের বিষ হিসেবে দেখা হয়। বিয়ের পরেই বাবা-মা কে ত্যাগ করে আলাদা সংসার পাতেন কিংবা ত্যাগ না করলেও দূরে থাকেন, তাদের কোনো খোঁজ খবর নেন না। আর এমন অবক্ষয়ের সময়ে একান্নবর্তী পরিবারের মূলে কুঠারাঘাত করে এমনই ব্যবস্থা নিয়েছেন বলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি নিয়ে সবাই মতামত দিচ্ছেন। যাতে সন্তানরা পিতা-মাতার খোঁজ-খবর রাখেন এবং তাদের কষ্টে জীবন-যাপন করতে না হয়।
বাড়ির সামনে থাকা ফলকে জহিরুল ইসলাম এও জানিয়েছেন যে, বাড়ি ভাড়া ৫০০ টাকা কম এটি আজীবন বলবৎ থাকবে, যদি মা-বাবা কে সাথে রেখে ঐ বাড়িতে ভাড়া নেয়া হয়।